মুনাফার বাড়ার তথ্য দিলো জেএমআই হাসপাতাল
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেওয়া জেএমআই হাসপাতালের শেয়ার বৃহস্পতিবার (৩১ মার্চ) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে।
লেনদেন শুরুর আগে কোম্পানিটি ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ের আর্থিক অবস্থা প্রকাশ করেছে। এ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে গেছে। সেই সঙ্গে জুলাই-ডিসেম্বর এ ছয় মাসের হিসাবেও মুনাফা বেড়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা হয়েছে পাঁচ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে মোট মুনাফা হয় পাঁচ কোটি ৪৬ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা হয় ৬১ পয়সা।
অন্যদিকে, জুলাই-ডিসেম্বর এ ছয় মাসে মোট মুনাফা হয়েছে ১১ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে মোট মুনাফা হয় ১০ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা হয় এক টাকা ২১ পয়সা।
জমি ক্রয়, ভবন তৈরি, মেশিনারিজ ক্রয়, ঋণ পরিশোধ কাজে ব্যবহারের জন্য পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা তুলতে কোম্পানিটির আইপিও অনুমোদন করে বিএসইসি। এ সংক্রান্ত বিডিংয়ের অনুমোদন দেওয়া হয় গত বছরের ১৬ নভেম্বর।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর চলতি বছরের ৯ জানুয়ারি বিকেল ৫টা থেকে ১২ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত জেএমআই হাসপাতালের বিডিং অনুষ্ঠিত হয়। এ বিডিংয়ে অংশ নিয়ে যোগ্য বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণ করেন ২৫ টাকা।
আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের দাম দিয়েছেন ২০ টাকা করে। আইপিওতে আবেদন করা বিনিয়োগকারীদের শেয়ার বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আজ থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে কোম্পানিটির।
ডিএসই জানিয়েছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত জেএমআই হাসপাতালের ডিএসইতে ট্রেডিং কোড ‘JHRML’ এবং কোম্পানি কোড ৯৯৬৪৪।