মুজিববর্ষে কনসার্ট : বিসিবি ৮ কোটি টাকার বাজেট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে দুটি বিশেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। এশিয়া এবং আন্তর্জাতিক একাদশের মধ্যকার অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ।

চলতি মাসেরই ২১ এবং ২২ তারিখ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে গ্রহণ করছে অবিস্মরণীয় এক উদ্যোগ। দুই ম্যাচের মাঝে কিংবা সিরিজ শুরুর আগে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

এই কনাসর্ট যে আয়োজন করা হবে, সে খবর আগে থেকেই জানা। এমনকি এটাও জানা বিষয় যে, এই কনসার্টের পরিকল্পনা এবং সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে ভারতের বিখ্যাত মিউজিসিয়ান এআর রহমানকে।

বিসিবির একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, এই কনসার্টটি পরিকল্পনা এবং পরিচালনার জন্য ভারতীয় মিউজিশিয়ান এআর রহমানের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে ১ মিলিয়ন ইউএস ডলারের।

অর্থ্যাৎ ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাড়ে আট কোটি টাকা প্রায়। এই টাকার মধ্যেই এআর রহমান পুরো কনসার্টের পরিকল্পনা করবেন, শিল্পী নির্বাচন এবং তাদের পারফরম্যান্স- সবকিছুই দেখভাল করবেন এআর রহমান। অর্থ্যাৎ কাকে কিভাবে আনবেন, কিভাবে পারফর্ম করাবেন- সবকিছুই করতে হবে এআর রহমানকে এই টাকার মধ্যে।

তবে কনসার্টের সময় এখনও নির্দিষ্ট নয়। ওই কনাসার্টটি কি টি-টোয়েন্টি সিরিজের আগে হবে নাকি মাঝে হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে আজকের বিসিবির বোর্ড সভায়। আজ (রোববার) বিকেলেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সভাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *