মিসরের সুয়েজ খালের আয় ৭০০ কোটি ডলার
স্টাফ রিপোর্টার
গত ৩০ জুন সদ্য সমাপ্ত অর্থবছরে মিসরের সুয়েজ খালের আয় দাঁড়িয়েছে ৭০০ কোটি ডলার। গত অর্থবছরের তুলনায় আয় বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ। সম্প্রতি সুয়েজ খাল কর্তৃপক্ষ চেয়ারম্যান ওসামা রাবেয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, জাহাজ ও কার্গোর সংখ্যা বাড়ায় আয় বেড়েছে সুয়েজ খালের। ২০২০-২১ অর্থবছরের তুলনায় গত অর্থবছর মোট কার্গোর সংখ্যা ১০ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৩ লাখ ২০ হাজারে উন্নীত হয়েছে।