মিষ্টি কুমড়ার এস্পারলিজ ফল পচা রোগ

স্টাফ রিপোর্ট

এ রোগ হলে ফলের নিচের দিকে মাটির সাথে লেগে থাকা অংশে প্রথমে পচন ধরে দ্রত ফল পচে যায় । পচা অংশে তুলার মত জীবানুর অংশ দেখা যায়।

প্রতিকার:

১. ক্ষেত থেকে আক্রান্ত ফল তুলে ফেলা
২. পানি নিস্কাশনের ব্যবস্থা করা
৩. ফল যেন মাটির সংস্পর্শে না আসে সেজন্য ফলের নিচে খড় বা পলিথিন বিছিয়ে দেয়া

পরবর্তীতে যা যা করবেন না:

১. একই জমিতে বার বার কুমড়া জাতীয় সবজি চাষ করবেন না

পরবর্তীতে যা যা করবেন:

১. প্রথম বার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিন
২. সুষম সার ব্যবহার করা
৩. ফসলের পরিত্যাক্ত অংশ ধ্বংস করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *