মিল্কভিটার দুধের দাম বাড়ানোর সুপারিশ

স্টাফ রিপোর্টার

বাজার বাস্তবতার নিরিখে মিল্কভিটার দুধের দাম সমন্বয় করে বৃদ্ধির বিষয়ে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (১৩ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে কমিটি সমবায় আইনে বিদ্যমান প্রতিবন্ধকতা, দুর্বলতা দূরীকরণে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে আরডিসিএসএল এবং রংপুর বিভাগীয় শহরের সমবায় ব্যাংকের বিষয়ে তদন্তের রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়।

সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, রেবেকা মমিন, রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মূর্শেদী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *