মিরপুর-১২ তে ‘স্বপ্ন’র নতুন আউটলেট

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর-১২ নম্বর সেকশনে হারুন মোল্লা রোডের হাজী কুজরাত আলী মোল্লা সুপার মার্কেটে চালু হলো রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আউটলেটটি উদ্বোধন করা হয়। এটি ‘স্বপ্ন’র ২০৭তম শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল, ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী আহমেদ মোল্লা ও মো. আলিফ মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘স্বপ্ন’র হেড অব সাপ্লাই চেইন তমাল পাল, হেড অব বিজনেস (কোম্পানি গুডস অ্যান্ড কমোডিটিস) ইকবাল হোসেইন, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড হেড অব এমপ্লয়ি ওয়েলফেয়ার ড. সোহেল মঈনউদ্দিন শৈবাল, এইচআর প্রধান শাহ মো. রিজভী রনি, ক্রিয়েটিভ হেড মো. ফরিদুজ্জামান, সুপারশপের হেড অব কাস্টমার একুইজিশন এস এন নাজনীন প্রমুখ।

নতুন এ শাখার উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার ও থাকছে হোম ডেলিভারি সেবা।

স্বপ্ন সুপারশপের নতুন এ শাখার ঠিকানা
হাজী কুজরাত আলী মোল্লা সুপার মার্কেট, ১/ ডি, হারুনাবাদ, হারুন মোল্লা রোড, (এনআরবিসি ব্যাংকের নিচে), মিরপুর-১২ বাসস্ট্যান্ড, ঢাকা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৮৪৭-২৬৫২৩৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *