‘মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস’ দেবে দারাজ
ডিজিটাল বাংলাদেশের সুবর্ণ সম্ভাবনাকে পরিপূর্ণ রূপে বাস্তবায়িত করতে দেশীয় মিডিয়া খাতে অসামান্য উদ্ভাবনীর স্বীকৃতি দেবে অনলাইন মার্কেট প্লেস দারাজ।
রোববার (১৭ জুলাই) রাজধানীর ‘পার্লামেন্ট মেম্বারস’ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২’ নামক পুরস্কারটির ঘোষণা দিয়েছে দারাজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, এসবিকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির, দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তাজদীন হাসান ও চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুসসহ অন্যান্য কর্মকর্তারা। এতে জানানো হয়, মোট ২৪টি পুরস্কার দেবে দারাজ।
ইয়ুথ এনগেজমেন্ট, ব্রডকাস্ট ইনোভেশন, ডিজিটাল ইনোভেশন এবং প্রিন্ট ইনোভেশন এই চারটি মূল বিভাগের আওতায় ২৪টি ভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদের স্বীকৃতি দেওয়া হবে। প্রিন্ট ইনোভেশন বিভাগে মোট পাঁচটি আলাদা ক্যাটাগরি, ডিজিটাল ইনোভেশনের আওতায় নয়টি ক্যাটাগরি, ব্রডকাস্ট ইনোভেশনের আওতায় সাতটি এবং ইয়ুথ এনগেজমেন্টের আওতায় তিনটি পুরস্কার দেবে দারাজ।
এন্ট্রি ফর্ম এবং সহায়ক ডকুমেন্ট অনলাইনে জমা দেয়ার শেষ তারিখ চলতি বছরের ২০ আগস্ট। পুরস্কার সম্পর্কে বিস্তারিত জানতে www.mediainnovationawardsbd.com এই ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগকে পরিপূর্ণ রূপে বাস্তবায়িত করতে দেশের মিডিয়া খাতে উদ্ভাবনীর বিকাশ ও প্রবৃদ্ধির প্রচার অপরিহার্য। মিডিয়া খাতে উদ্ভাবনী সক্ষমতা অনুশীলনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের নতুন নতুন পথ সৃষ্টির প্রক্রিয়াকে উৎসাহ দিতেই মূলত এই অ্যাওয়ার্ডের আয়োজন করছে দারাজ বাংলাদেশ।’
এ অনুষ্ঠানটির আয়োজনে থাকছে তরুণ, রিবুট লিমিটেড এবং ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনার এসবিকে ফাউন্ডেশন।