মালয়েশিয়ার রাবার উৎপাদন কমেছে

স্টাফ রিপোর্টার

প্রাকৃতিক রাবারের বৈশ্বিক উৎপাদনে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে মালয়েশিয়া। তবে ২০২১ সাল ছিল এ খাতের জন্য হতাশার বছর। বছরের ১০ মাসে দেশটির রাবার উৎপাদন ৫ দশমিক ৯ শতাংশ কমেছে। মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিভাগটি জানায়, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত দেশটি ৩ লাখ ৯৭ হাজার ৪৮৬ টন প্রাকৃতিক রাবার উৎপাদন করেছে। ২০২০ সালের একই সময়ে ৪ লাখ ২২ হাজার ৩২৪ টন উৎপাদন হয়।

সংস্থাটি বছরের শেষ দুই মাসের তথ্য এখনো প্রকাশ করেনি। তবে সর্বশেষ অক্টোবরে দেশটি ৪৩ হাজার ১২৭ টন প্রাকৃতিক রাবার উৎপাদন করেছে। ওই মাসেও পণ্যটির উৎপাদন ১৩ দশমিক ৬ শতাংশ কমেছে। আগের বছরের একই সময় উৎপাদন হয়েছিল ৪৯ হাজার ৯৪৩ টন প্রাকৃতিক রাবার। অক্টোবরে পণ্যটির মজুদ ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৮১ হাজার ৭২৩ টনে। এদিকে অক্টোবরে দেশটি ৬২ হাজার ১৬৭ টন রাবার রফতানি করে। সে হিসাবে রফতানিও দশমিক ৩ শতাংশ কমেছে। এ সময় মালয়েশিয়ান রাবারের শীর্ষ ক্রেতা দেশ ছিল চীন। এছাড়া পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইরান ও জার্মানি দেশটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাবার ক্রয় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *