মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ১০.৫০% কমেছে

স্টাফ রিপোর্টার

চলতি মাসের প্রথম ২০ দিনে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি ১০ দশমিক ৫০ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৩৬৮ টনে। গত মাসের একই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ২৪ হাজার ৫৮৯ টন। পণ্যবাহী কার্গোর তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্য বলছে, ১-২০ জুন পর্যন্ত মালয়েশিয়া ৮৬ হাজার ২৫৫ টন অপরিশোধিত পাম অয়েল রফতানি করে। গত মাসের একই সময় রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৫৪ হাজার ৩০৩ টন। চলতি মাসের ২০ দিনে আরবিডি পাম অয়েল রফতানি হয়েছে ১ লাখ ২ হাজার ৮৫৫ টন। আগের মাসের একই সময় রফতানি হয়েছিল ৯১ হাজার ৯০ টন। আরবিডি পাম অলিন রফতানি হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৪৩ টন। আগের মাসের একই সময় রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৬৮ হাজার ২৮০ টন।

এছাড়া আরবিডি পাম স্টিয়ারিন ৭৩ হাজার ১৫ টন, অপরিশোধিত পাম কারনেল অয়েল ২৫ হাজার ৮৯৫ টন ও পাম ফ্যাটি অ্যাসিড ডিসটিলেট ১৪ হাজার ৪০০ টন রফতানি করা হয়।

চলতি মাসের এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাম অয়েল রফতানি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৬৩৫ টনে। এছাড়া চীনে ১ লাখ ৪ হাজার ৮৫৩ টন ও ভারতীয় উপমহাদেশে ৯৭ হাজার ৭০০ টন রফতানি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *