মালয়েশিয়ান পাম অয়েলের দাম এক মাসের সর্বনিম্নে
স্টাফ রিপোর্টার
ফিউচার মার্কেটে এক মাসের সর্বনিম্নে নেমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। পাশাপাশি বাজার আদর্শটির সাপ্তাহিক দামও কমেছে। মূলত চীনে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় পণ্যটির চাহিদায় নেতিবাচক প্রভাব পড়েছে।
তথ্য বলছে, চীন বিশ্বের অন্যতম শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ। কিন্তু দেশটিতে আবারো করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনসহ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে পাম অয়েলসহ অন্যান্য ভোজ্যতেলের চাহিদায় ভাটা পড়েছে।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বর সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৯৩ রিঙ্গিত বা ২ দশমিক ৩৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯০১ রিঙ্গিত বা ৮৭০ ডলার ৩৭ সেন্টে, যা ৫ আগস্টের পর সর্বনিম্ন।