মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে
ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। এ নিয়ে টানা দ্বিতীয় কার্যদিবসে পণ্যটির দাম কমেছে। দেশটির মুদ্রার দাম বেড়ে যাওয়ায় বিদেশী ক্রেতাদের কাছে পণ্যটি আকর্ষণ হারিয়েছে। মূলত এ কারণেই পণ্যটির ভবিষ্যৎ মূল্য কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
থ্য বলছে, বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম ১ দশমিক ৮১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৪ হাজার ১৮১ রিঙ্গিত বা ৯ হাজার ৩৩৬ ডলার ৩৯ সেন্ট। তবে পণ্যটির সাপ্তাহিক দাম ২ দশমিক ১৫ শতাংশ বেড়েছে।
অ্যামসপেক এগ্রির দেয়া তথ্য বলছে, ১-২৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার পাম অয়েল পণ্য রফতানি ৪ দশমিক ৯ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
কুয়ালালামপুরভিত্তিক ব্যবসায়ীরা বলছেন, পাম অয়েল বাণিজ্যের মুদ্রা রিঙ্গিতের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে।