মালয়েশিয়ার জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে দ্রুত
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মালয়েশিয়ার অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। এ সময়ে দেশটির অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।
মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় এ প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে মালয়েশিয়ার অর্থনীতি প্রসারিত হলেও গত বছর এ সময়ে কভিড-১৯-এর কারণে অর্থনীতি ক্ষতির মুখোমুখি হয়েছিল। গত এপ্রিলে সরকার কভিড-১৯ মহামারীর বিধিনিষেধ শিথিল করায় ব্যবসায়িক কার্যক্রম ঘুরে দাঁড়ানোয় দেশটির অর্থনৈতিক পরিস্থিতিও উন্নতি হচ্ছে।
তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মালয়েশিয়ার রফতানি কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নর শামসিয়াহ ইউনুস বলেন, তৃতীয় প্রান্তিকে অর্থনীতি প্রসারিত হলেও আমাদের সামগ্রিক অর্থনীতি এখনো পিছিয়ে রয়েছে। ফলে অর্থনীতি প্রাক-মহামারী স্তরে ফিরিয়ে নিতে এখনো কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে।