মালয়েশিয়ায় ৬৩৩ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
জাপানিজ বিভিন্ন কোম্পানি চলতি বছর মালয়েশিয়ায় ৬৩৩ কোটি ডলার বিনিয়োগ করবে। চলতি সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ কথা জানিয়েছেন। খবর আনাদোলু নিউজ এজেন্সি।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে স্থানীয় ইংরেজি দৈনিক মালয় মেইল লিখেছে, ‘চলতি বছর জাপান ৩ হাজার কোটি রিঙ্গিতের (৬৩৩ কোটি ডলার) প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ করবে।’
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং জাপানের অভ্যন্তরীণবিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা স্মারক বিনিময়কালে আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন। এ সময় মালয়েশিয়া সফররত জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও উপস্থিত ছিলেন।
খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় জাপানের সুকুবা ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে। কিশিদা তার বক্তব্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি শক্তি বিনিময়, মানবসম্পদ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কুয়ালালামপুরের সঙ্গে টোকিওর সহযোগিতা বিস্তারে জোর দেন। তিনি বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে যৌথ কোস্ট গার্ড মহড়া চালানোর পাশাপাশি জাপান জ্বালানি বিনিময়েও সহযোগিতা করবে।’
কিশিদা আরো বলেন, ‘মালয়েশিয়ায় সুকুবা ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস আগামী বছরের সেপ্টেম্বরে খোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে টোকিও মালয়েশিয়ার মানবসম্পদ উন্নয়নে অবদান রাখবে।’
এর আগে কিশিদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করেন।
আনোয়ার ও কিশিদার মধ্যে এ বৈঠক এমন একসময় অনুষ্ঠিত হয়েছে, যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে দূরপ্রাচ্যের দেশ জাপানের সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের জোট আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য মালয়েশিয়া।
কিশিদা ২০২১ সালে জাপানের ক্ষমতায় আসার পর মালয়েশিয়ায় এটিই তার প্রথম সফর। গত শনিবার দুদিনের সংক্ষিপ্ত সফরে তিনি কুয়ালালামপুর আসেন। ২০১৬ সাল থেকে জাপান মালয়েশিয়ার চতুর্থ শীর্ষ বাণিজ্যিক অংশীদার।