মার্কিন প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পেল রিপাবলিকানরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ পর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা। বিপরীতে এখন পর্যন্ত ২১০টি আসন পেয়েছে ডেমোক্র্যাটরা। খবর বিবিসি।
অল্প ব্যবধানে জিতলেও হাউসে পরবর্তী দুই বছর প্রেসিডেন্ট জো বাইডেনের এজেন্ডা বাস্তবায়ন স্থগিতের জন্য এ সংখ্যা যথেষ্ট। তবে জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশনের সময় সিনেটের নিয়ন্ত্রণ রাখবে ডেমোক্র্যাটরা।
মধ্যবর্তী নির্বাচনে সিনেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে যায় ডেমোক্র্যাট পার্টি। তবে কংগ্রেসের উভয় কক্ষেই নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করেছিল রিপাবলিকানরা।
গতকাল বুধবার হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনটি নিশ্চিত করে তারা। অবশ্য কিছু ফল ঘোষণা এখনো বাকি রয়েছে। সে হিসেবে রিপাবলিকান পার্টি ৪৩৫ আসনের হাউসে ২১৮-২২৩ আসনের মধ্যে জয়লাভ করতে পারে।
রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হিসেবে ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত করতে চান শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থিকে। গতকাল রাতে ক্যালিফোর্নিয়ার এই কংগ্রেসম্যান টুইটে বলেন, আমেরিকানরা নতুন দিকনির্দেশনার জন্য প্রস্তুত।
এ দিকে প্রতিনিধি পরিষদের জয়ী হওয়ায় ম্যাককার্থিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জনগণের জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।