মার্কিন জ্বালানি তেল উত্তোলন কমেছে
বিদায়ী বছরের অধিকাংশ মাসে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে চাঙ্গাভাব বজায় ছিল। বিশেষত ২০১৮ সালের মে মাসের পর থেকে নভেম্বর পর্যন্ত কোনো মাসেই দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলনে মন্দাভাব দেখা যায়নি।
তবে বছরের শেষ মাসে এসে মার্কিন উত্তোলন খাতে মন্দাভাব বজায় ছিল। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন আগের মাসের তুলনায় ৬০ হাজার ব্যারেল কমেছে। একই সময়ে প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ মাসভিত্তিক উত্তোলনের রেকর্ড গড়েছে মার্কিন উত্তোলনকারীরা। খবর রয়টার্স।
ইআইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১৯ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছিল।
ডিসেম্বরে এসে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন কমে দাঁড়ায় ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার ব্যারেলে, যা আগের মাসের তুলনায় দৈনিক ৬০ হাজার ব্যারেল কম। গত বছরের মে মাসের পর ডিসেম্বরে প্রথম মার্কিন উত্তোলন খাতে মন্দাভাব দেখা গেছে।
২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও নর্থ ডাকোটা উপকূলের কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়তির দিকে ছিল। তবে এ সময় মেক্সিকো উপসাগরীয় অঞ্চলের কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।
গত ডিসেম্বরে টেক্সাস ও নর্থ ডাকোটা অঞ্চলে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন আগের মাসের তুলনায় যথাক্রমে ৩৫ হাজার ব্যারেল ও ১৮ হাজার ব্যারেল বাড়তি ছিল। তবে এ সময় মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন আগের মাসের তুলনায় ১ লাখ ২৫ হাজার ব্যারেল কমে গেছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক মার্কিন উত্তোলন খাতে।
এদিকে জ্বালানি তেল উত্তোলনে মন্দাভাব বজায় থাকলেও গত ডিসেম্বরে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। ইআইএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৯ হাজার ৭৯০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল।
ডিসেম্বরে এসে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির দৈনিক গড় উত্তোলন বেড়ে দাঁড়ায় ৯ হাজার ৮০০ কোটি ঘনফুটে, যা আগের মাসের তুলনায় দৈনিক ১০ কোটি ঘনফুট বেশি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ মাসভিত্তিক উত্তোলনের রেকর্ড।