মাঠে ফিরেই পিএসজিকে জেতালেন মেসি

স্টাফ রিপোর্টার

বিশ্বকাপ জেতার পর বাড়তি ছুটি কাটিয়েছেন। প্রায় তিন সপ্তাহ বিরতির পর অবশেষে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি। ফেরার ম্যাচেই পেলেন গোল, জয়ের ধারায় ফিরলো তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

ঘরের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে অঁজের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পিএসজি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমারও ম্যাচে দারুণ খেলেছেন। তবে ব্যক্তিগত কারণে ছিলেন না কিলিয়ান এমবাপে।

প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। ম্যাচের আগে গা গরমের সময় পেলের ছবি সম্বলিত টি-শার্ট পড়তে দেখা যায় মেসি-নেইমারদের। যাতে লেখা ছিল ‘অমর’ শব্দটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। খেলার পাঁচ মিনিটের মাথায় ডান পাশ থেকে নিচু করে পাস দেন ফরাসি তারকা নরডি মুকিএল। বক্সের মাঝামাঝি থেকে সেই পাস থেকে পাওয়া বল জালে পাঠান হুগো একিটি।

দ্বিতীয়ার্ধে খেলা জমে উঠলেও শেষ রক্ষা হয়নি অঁজে’র। নরডি মুকিএলের আরেকটি পাস কাজে লাগান মেসি। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ের পর ১৮ ম্যাচের ১৫টি জিতে ৪৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই আছে পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *