মহান বিজয় ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবসে সোনালী ব্যাংকে নানা কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার

সোনালী ব্যাংক লিমিটেডে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। দিনের শুরুতেই ব্যাংক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান । এরপর তারা ব্যাংক ভবনের সামনে স্থাপিত স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, নির্বাহীগণসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন । বিকালে ব্যাংক ভবন চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য সকল কর্মকান্ড সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পারিপালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *