মধুর রফতানির নতুন বাজার খুঁজছে জাম্বিয়া
আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জাম্বিয়া। কয়েক বছর ধরে সরকারি-বেসরকারি উদ্যোগে দেশটিতে মৌ চাষ জনপ্রিয়তা পেয়েছে। উৎপাদন হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণ মধু। তবে উৎপাদিত মধু বিক্রি হচ্ছে না। এ কারণে মজুদ থাকা পণ্যটির রফতানি বাজার খুঁজতে শুরু করেছে জাম্বিয়া সরকার। খবর সিনহুয়া।
দেশটিতে পণ্যটির অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় মধু রফতানির বিকল্প নেই। ফলে দেশটিতে মধুর মজুদ বাড়তে শুরু করেছে। মজুদ কমানোর জন্য নতুন রফতানি বাজার খুঁজছে জেডডিএ। এজন্য গত অক্টোবর থেকে চীনের বাজারে মধু রফতানি শুরু করেছে দেশটি।
জাম্বিয়া ডেভেলপমেন্ট এজেন্সির (জেডডিএ) এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদায়ী বছরে দেশটিতে ২ হাজার ৫০০ টন মধু উৎপাদন হয়েছে। এর মধ্যে জাম্বিয়ান রফতানিকারকরা ইউরোপ ও আফ্রিকার বাজারে সাকল্যে এক হাজার টন মধু রফতানি করতে সক্ষম হয়েছে।