মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর মতিঝিলে ওলিও অ্যাপারেল লিমিটেড নামের একটি পোশাককারখানা মঙ্গলবার (১ নভেম্বর) হঠাৎ করে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাটি স্থানান্তরের জন্য মালিকপক্ষ বন্ধ করেছে বলে জানা গেছে। তবে বিনা নোটিশ কারখানা বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টা থেকে মতিঝিলের আরামবাগ মোড় ও কমলাপুর মোড়ে অবস্থান নেন শ্রমিকরা। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত এক শ্রমিক বলেন, আমরা দীর্ঘদিন ধরে কারখানাটিতে কর্মরত। আমাদের বলা হয়েছিল কারখানাটি দক্ষিণখানে নেওয়া হবে। তবে স্থানান্তরের এক মাস আগে জানানো হবে এবং সব বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু আমরা সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত ডিউটি করে চলে যাই। আজ (মঙ্গলবার) কারখানায় এসে দেখি বন্ধ করে দেওয়া হয়েছে।
আন্দোলনরতরা বলেন, কারখানাটিতে প্রায় ২ হাজার শ্রমিক কাজ করতেন। কারখানা স্থানান্তর হতেই পারে। তবে পাওনা পরিশোধ করতে হবে। কেউ নতুন জায়গায় গেলে যাবে, না গেলে অন্য কারখানায় কাজ করবে। আমরা বকেয়া বেতনসহ সব পাওনার দাবিতে সকাল ৮টা থেকে অবস্থা নিয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এসব দাবিতে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে তারা সড়ক অবরোধ করেন। এতে মতিঝিল এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এক পর্যায়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেটে নিজ নিজ গন্তব্যে চলে যান। তবে চরম ভোগান্তিতে পড়েন কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রীরা। লাগেজ-ব্যাগ হাতে নিয়েই চলাচল করতে হয় তাদের।
মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ বলেন, সকাল থেকে ৪০০-৫০০ গার্মেন্টসকর্মী সড়ক অবরোধ করায় মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। শিগগির বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।
সড়ক অবরোধের কথা জানিয়ে এসি এস এম বজলুর রশীদ বলেন, মতিঝিলের আল হেলাল থেকে কমলাপুর, শাপলা চত্বর, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের সবগুলো পয়েন্ট বন্ধ রয়েছে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।