মঙ্গলবার থেকে ব্যাংকে ঈদের ছুটি শুরু

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন কার্যক্রম চার দিন বন্ধ থাকবে। নির্বাহী ক্ষমতায় সরকার ঈদ উপলক্ষে সাধারণ ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় ২৭ জুন থেকে ৩০ জুন (চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে শনিবার) পর্যন্ত দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে গত বুধবার আরেকটি সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিমুখী শিল্প ও গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস প্রদানের স্বার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের বাণিজ্যিক ব্যাংকের লেনদেন কার্যক্রম আগামী মঙ্গল ও বুধবার চলবে। এ লেনদেন কার্যক্রম সীমিত আকারে চলবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে শেষ হবে বেলা ৩টায়।

এদিকে ব্যাংক কার্যক্রম বন্ধ থাকায় আগামী মঙ্গলবার থেকে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন কার্যক্রমও সেদিন থেকে বন্ধ হচ্ছে। ঈদ ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২ জুলাই ফের স্বাভাবিক লেনদেন কার্যক্রম শুরু হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *