ভেরিফায়েড পেজের জন্য মাসিক ৮ ডলার চাইছেন ইলোন মাস্ক

স্টাফ রিপোর্টার

শোনা গিয়েছিল, টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টে ব্লু টিক বা নীল রঙের টিক চিহ্ন রাখার জন্য মাসিক ২০ ডলার খরচ করতে হবে। এ নিয়ে তুমুল শোরগোলের মাঝে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক জানালেন, এ চিহ্ন ব্যবহার করতে মাসে ৮ ডলার দিতে হবে। খবর বিবিসি।

৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির নিয়ন্ত্রণ নেয়ার পর একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে টেসলা বস। বরখাস্ত করেছেন শীর্ষ কর্মকর্তা ও ভেঙে দিয়েছেন পরিচালনা পর্ষদ। এর মধ্যে সর্বশেষটি হলো, ভেরিফায়েড পেজের জন্য মাসিক চার্জ। তার মতে, স্প্যাম বা স্ক্যাম ঠেকানোর জন্য এ ফি খুবই দরকারি।

সাধারণত বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্বরা তাদের নামের পাশে নীল টিক ব্যবহার করে থাকেন, যা এখন পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়। তবে সমালোচকরা বলছেন, নতুন নিয়মের কারণে নির্ভরযোগ্য উৎস শনাক্ত কঠিন হতে পারে।

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক আরো জানান, ফি দিয়ে টুইটার ব্যবহার করলে রিপ্লাই ও সার্চের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। তারা বিজ্ঞাপনও দেখবেন অর্ধেক।

নীল টিকের জন্য ৮ ডলারকে জনগণের কাছে ক্ষমতা ফেরত বলে উল্লেখ করেছেন মাস্ক। আগের যাচাইকরণ পদ্ধতিকে ‘প্রভু ও কৃষক’ সম্পর্ক হিসেবে সমালোচনা করেন তিনি।

আগে ছোট একটি অনলাইন ফর্ম পূরণ করে নীল টিকের সুবিধা পেত সেলিব্রিটি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা। প্রতারণামূলক অ্যাকাউন্টের কারণে মামলার শিকার হয়ে ২০০৯ সালে নীল টিকের প্রচলন করে সামাজিক মাধ্যমটি।

এখন টুইটারের হাল ধরেই লাভজনক করতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন ইলোন মাস্ক। বিজ্ঞাপন নির্ভরতা কমিয়ে আনাও তার অন্যতম লক্ষ্য।

এ দিকে কিছু প্রধান কিছু ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থা আপাতত টুইটারে বিজ্ঞাপন দেয়া বন্ধ রেখেছে। ইলোন মাস্কের পরিকল্পনা পর্যবেক্ষণ করে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *