ভুলুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক শোক বিবৃতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক প্রশাসক, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলু -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম মাহবুব জামান ভুলু-এর পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এক শোক বিবৃতিতে মাহবুব জামান ভুলু-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম মাহবুব জামান ভুলু-এর পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন মাহবুব জামান ভুলু। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।