ভুট্টা রফতানিতে যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষে উঠে আসছে ব্রাজিল

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ। ২০২২-২৩ মৌসুমে দেশটিকে পেছনে ফেলে নেতৃস্থানীয় হয়ে উঠছে ব্রাজিল। ২০২৩-২৪ মৌসুমেও দেশটি এ অবস্থান ধরে রাখবে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) এক পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০১২-১৩ মৌসুমে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভুট্টা রফতানিতে শীর্ষে উঠে এসেছিল ব্রাজিল। ওই মৌসুমে তীব্র খরার কারণে যুক্তরাষ্ট্রে শস্যটির উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল।

এফএএসের প্রাক্কলন অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে ব্রাজিলের ভুট্টার রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৫ কোটি ৬০ লাখ টনে। বিপরীতে যুক্তরাষ্ট্রের রফতানি দাঁড়াবে ৪ কোটি ১০ লাখ টনে। চলতি মাসে নতুন মৌসুম শুরু হয়েছে। এ মৌসুমে ব্রাজিলের রফতানি দাঁড়াতে পারে ৫ কোটি ৫০ লাখ টনে। যেখানে যুক্তরাষ্ট্রের রফতানি দাঁড়াবে ৫ কোটি ২০ লাখ টনে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। উত্তরাঞ্চলীয় রফতানি রুটগুলো একত্রীকরণসহ পরিবহন লজিস্টিকসেরও ব্যাপক উন্নতি ঘটেছে। এ বিষয়গুলো রফতানি বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করছে।

চীন বিশ্বের শীর্ষ ভুট্টা আমদানিকারক। দেশটির সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে ব্রাজিল। সম্প্রতি দেশটির রফতানিকারকদের ভুট্টা রফতানির অনুমোদন আরো বাড়িয়েছে চীন। এ বিষয়টিও রফতানি বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল চীনের শীর্ষ ভুট্টা রফতানিকারক।

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ভুট্টা ক্রেতা দেশ মেক্সিকো। দেশটির সঙ্গে বাণিজ্যিক বিবাদ যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। মেক্সিকো মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র থেকে জেনেটিক্যালি মডিফায়েড ভুট্টা আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে।

তথ্য বলছে, ব্রাজিল যুক্তরাষ্ট্রের চেয়ে তুলনামূলক সস্তা দামে ভুট্টা রফতানি করছে। এ কারণে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের রফতানিকারকরা। অন্যদিকে ডলারের ঊর্ধ্বমুখী বিনিময় মূল্যও রফতানিকারকদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ডলারের দাম বেশি হওয়ায় ক্রেতা দেশগুলোকে বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে। এ কারণে দেশগুলো যুক্তরাষ্ট্রের তুলনায় ব্রাজিলিয়ান ভুট্টাকেই বেশি প্রাধান্য দিচ্ছে।

সীমিত চাহিদা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কৃষকরা এ বছর সর্বাধিক ভুট্টা আবাদ করেছেন। সংশ্লিষ্টরা জানান, এক দশকের মধ্যে এবার সর্বোচ্চ আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, বীজ ও সারের কম দাম কৃষকদের আবাদ বাড়াতে উৎসাহিত করেছে। তবে বাজারে বিপুল পরিমাণ ব্রাজিলিয়ান ভুট্টা ঢুকে পড়ায় যুক্তরাষ্ট্রের ভুট্টার দাম ব্যাপক কমার আশঙ্কা করা হচ্ছে। ফলে লোকসানের মুখে পড়তে পারেন কৃষক।

এক দশক আগে যুক্তরাষ্ট্র সয়াবিন উৎপাদন ও রফতানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ওই সময় চীনে চাহিদা বৃদ্ধিকে পুঁজি করে উৎপাদন বাড়িয়ে দেয় ব্রাজিল। ২০১৩ সালে দেশটি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সয়াবিনের বাজারে নেতৃস্থানীয় হয়ে ওঠে। বর্তমানে ভুট্টা রফতানি নিয়েও একই পরিস্থিতির মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র।

চলতি বছরের প্রথমার্ধে ব্রাজিলের ভুট্টা রফতানি ২২১ শতাংশ বেড়েছে। ভুট্টার চাহিদা মেটাতে আমদানিকারকরা ইউক্রেনের বিকল্প হিসেবে ব্রাজিলকে বেছে নিয়েছেন। এ কারণেই শস্যটি রফতানিতে এমন উল্লম্ফন দেখা দিয়েছে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের দেয়া পূর্বাভাস বলছে, ২০২২-২৩ মৌসুমে ব্রাজিলে ১২ কোটি ৬০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। গত মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ১১ কোটি ৬০ লাখ টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *