ভুট্টা আমদানিতে চীনের বিকল্প উৎস হয়ে উঠছে ব্রাজিল
ব্রাজিল থেকে ভুট্টা আমদানি বাড়াচ্ছে চীন। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বিকল্প হিসেবে দেশটি থেকে আমদানি বাড়াচ্ছে। শনিবার প্রথমবারের মতো লাতিন আমেরিকার দেশটি থেকে বিপুল পরিমাণ ভুট্টা আমদানি করেছে চীন। এর মধ্য দিয়ে ব্রাজিলের জন্য বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটিতে ভুট্টা সরবরাহের আনুষ্ঠানিক করিডর চালু হলো। খবর গ্লোবাল টাইমস।
বিশেষজ্ঞরা বলছেন, চীনে সবচেয়ে বেশি ভুট্টা সরবরাহ করে যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমানে দেশ দুটির বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা বাড়ছে। এমন পরিস্থিতিতে সমুদ্রপথে ভুট্টার বিকল্প আমদানি উৎস খুঁজছে চীন। এক্ষেত্রে ব্রাজিলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে দেশটি।
বার্তা সংস্থা সিংহুয়া এক প্রতিবেদনে জানায়, শনিবার ব্রাজিল থেকে ৬৮ হাজার টন ভুট্টাবাহী একটি জাহাজ চীনের গুয়াংডং প্রদেশের বন্দরে নোঙর করেছে। পশুখাদ্য তৈরির জন্য এসব ভুট্টা শিগগিরই স্থানীয় বাজারে সরবরাহ করা হবে। সিওএফসিও ক্রপ কোম্পানি এসব ভুট্টা আমদানি করেছে। প্রতিষ্ঠানটির এক নির্বাহী সিংহুয়াকে জানান, আমদানি প্রক্রিয়া আরো স্বচ্ছ করার চেষ্টা করা হবে, যাতে ব্রাজিল থেকে সরবরাহ স্বাভাবিক হয়।
গত বছরগুলোয় ভুট্টা আমদানিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল চীন। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে আমদানি চ্যানেলগুলো ভঙ্গুর হয়ে পড়েছে।
বাজার পরামর্শক প্রতিষ্ঠান বেইজিং ওরিয়েন্ট এগ্রিবিজনেস কনসালট্যান্সির জ্যেষ্ঠ বিশ্লেষক মা ওয়েনফেং গ্লোবাল টাইমসকে বলেন, ২০২১ সালে চীন ২ কোটি ৮০ লাখ টন ভুট্টা আমদানি করেছে। এর মধ্যে ৭০ শতাংশই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আর ২৬ শতাংশ আমদানি করা হয় ইউক্রেন থেকে।
তিনি আরো বলেন, বিভিন্ন কারণে এর আগে কখনো ব্রাজিল থেকে এত বিপুল পরিমাণ ভুট্টা আমদানি করেনি। চীন এমনিতেই ব্রাজিল থেকে বেশির ভাগ সয়াবিন আমদানি করে। এছাড়া ব্রাজিলের অন্যান্য দেশ কম দামেই চীনে ভুট্টা সরবরাহ করে। এ দুটি বিষয় বিপুল পরিমাণে আমদানি না হওয়ার পেছনে বড় কারণ।
তবে বিকল্প ও বৈচিত্র্যময় উৎস থেকে চীনের আমদানি বাড়ানোর প্রয়াস ব্রাজিলিয়ান ভুট্টার চাহিদা বাড়াচ্ছে। বাঞ্জ ও কারগিলসহ বিভিন্ন কোম্পানির ৪৫টি অঙ্গপ্রতিষ্ঠানকে এরই মধ্যে চীনে ভুট্টা সরবরাহে অনুমতি দিয়েছে ব্রাজিল।
চীনের খাতসংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে চীনের উচিত ভুট্টাসহ কৃষিপণ্য উৎপাদন বাড়ানো।