ভিয়েতনামে বিদেশী বিনিয়োগ কমেছে

স্টাফ রিপোর্টার

বিদেশী বিনিয়োগ আকর্ষণে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। দেশটির পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে বিশ্বের ৯৪টি দেশ ও অঞ্চলকে বিনিয়োগে আকৃষ্ট করতে পেরেছে ভিয়েতনাম। তবে সব মিলিয়ে মোট নিবন্ধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬৮০ ডলার। বিনিয়োগের এ পরিমাণ ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ কম।

ভিয়েতনাম টাইমসের খবর অনুসারে, চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত হিসাব প্রকাশ করেছে মন্ত্রণালয়। সেখানেই বিনিয়োগের এ তথ্য উঠে এসেছে। এ সময় পর্যন্ত বিদেশী বিনিয়োগকারীরা ভিয়েতনামে প্রায় ১ হাজার ৬৮০ ডলার বিনিয়োগ করেছেন। নতুন নিবন্ধিত বিনিয়োগ মূলধনে এমন পতন দেখা গিয়েছে।

নির্দিষ্ট করে বললে, নতুন ১ হাজার ১৩৫টি প্রকল্প বিনিয়োগের জন্য নিবন্ধন সনদ পেয়েছে। এসব প্রকল্পের বিপরীতে নিবন্ধিত মূলধনের পরিমাণ ৬ হাজার ৩৫৯ ডলার, যা গত বছরের তুলনায় ৪৩ দশমিক ৯ শতাংশ কম।

উল্লেখ করার মতো বিষয় হলো, মোট ৬৭৬টি প্রকল্প তাদের বিনিয়োগ মূলধন সমন্বয়ের জন্য নিবন্ধন করেছে। সব মিলিয়ে এ মূলধন ছাড়িয়েছে ৭৫০ কোটি ডলার, যা বার্ষিক প্রবৃদ্ধির ৫০ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধিকে প্রতিনিধিত্ব করে।

ভিয়েতনামে ২১টি অর্থনৈতিক খাত রয়েছে। এর মধ্যে মূলত ১৮টি খাতের বিষয়ে বিদেশী বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন। এর মধ্যে বিনিয়োগকারীদের আকর্ষণের শীর্ষে রয়েছে প্রক্রিয়াকরণ ও উৎপাদন খাত। মোট বিনিয়োগ মূলধনের ১ হাজার ৭০ কোটি ডলারের বেশি এসেছে এ দুটি খাতে, যা মোট বিনিয়োগ মূলধনের ৬৩ দশমিক ৯ শতাংশ।

আলোচ্য সময়ে বিশ্বের ৯৪টি দেশ ও অঞ্চল ভিয়েতনামের বাজারে বিনিয়োগ করেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির মোট বিনিয়োগের পরিমাণ ৫৪৩ কোটি ডলার, যা মোট বিদেশী বিনিয়োগ মূলধনের ২৭ শতাংশ। বিদেশী বিনিয়োগের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। ভিয়েতনামে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ৩৫০ কোটি ডলার, যা মোট বিনিয়োগ মূলধনের ২১ শতাংশ।

গত আট মাসে বিদেশী বিনিয়োগকারীরা ভিয়েতনামের ৫৩টি প্রদেশ ও শহরে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে হো চি মিন শহরে। মোট নিবন্ধিত বিনিয়োগ মূলধনের মধ্যে ২৭০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে এ শহরে। যা নিবন্ধিত মোট বিনিয়োগ মূলধনের ১৬ দশমিক ১ শতাংশ। ২০২১ সালের একই সময়ের তুলনায় এ শহরে বিনিয়োগ বেড়েছে ২৪ দশমিক ৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *