ভিয়েতনামে বিদেশী বিনিয়োগ বেড়েছে ৪.২%
চলতি বছর জানুয়ারিতে ভিয়েতনামে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) ২১০ কোটি ডলারে পৌঁছেছে। দেশের পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, আগের বছর একই সময়ের তুলনায় এফডিআই বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। খবর এশিয়ানভিয়েতনাম।
ভিয়েতনামের পরিকল্পনা ও বিনিয়োগ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১০৩টি প্রকল্পে ১২৭ কোটি ডলার মূলধন বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। মূলধনের এ পরিমাণ গত বছর একই সময়ের তুলনায় ২ দশমিক ৬৯ গুণ বেশি। চলতি বছর জানুয়ারিতে ১০৩টি নতুন বৈদেশিক বিনিয়োগ প্রকল্পে ৩৮ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে।
এদিকে জানুয়ারিতে বিদেশী বিনিয়োগ ও শেয়ার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ৩৫ লাখ ডলার। গত বছর একই সময়ের তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে বিদেশী বিনিয়োগ ও শেয়ার ক্রয়।
কভিড-১৯ মহামারীতে আর্থিক লোকসান কাটিয়ে বাড়তে শুরু করেছে এফডিআই। গত মাসে এফডিআই তহবিল ৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৬১ কোটি ডলারে পৌঁছেছে। গত মাসে সিঙ্গাপুরের নেতৃত্বে মোট ৩৩টি দেশ ভিয়েতনামের বাজারে বিনিয়োগ করেছে।