ভিয়েতনামের জ্বালানি তেল রফতানি বেড়েছে
জ্বালানি তেলের ক্ষেত্রে ভিয়েতনাম মূলত আমদানিনির্ভর দেশ। তবে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানিও বাড়তে শুরু করেছে। চলতি বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশের বেশি কমলেও দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি সাড়ে ৪২ শতাংশ বেড়েছে। খবর সিনহুয়া।
ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিসটিকস অফিসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে দেশটিতে সব মিলিয়ে ১ কোটি ৭ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ কম।
একই সময়ে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি বেড়েছে ৪২ দশমিক ৫ শতাংশ। বছরের প্রথম ১১ মাসে ভিয়েতনামিজ রফতানিকারকরা সব মিলিয়ে ৩৬ লাখ টন জ্বালানি তেল রফতানি করেছে।