ভিয়েতনামের কফির দাম বেড়েছে
সরবরাহ সংকট ও ব্যাপক চাহিদা থাকায় চলতি সপ্তাহে ভিয়েতনামের কফির দাম বেড়েছে। কফিচাষীরা বেশি দাম পাওয়ার আশায় মজুদ থেকে কফি বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে ঈদুল ফিতর উপলক্ষে ইন্দোনেশিয়ায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। এ বিষয়ও পানীয় পণ্যটির দাম বাড়াতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের সবচেয়ে বড় কফি আবাদি অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডের চাষীরা ৪১ হাজার থেকে সাড়ে ৪২ হাজার ডংয়ে (১ ডলার ৭৯ সেন্ট থেকে ১ ডলার ৮৫ সেন্ট) প্রতি কেজি কফি বিক্রি করেছেন। এক সপ্তাহ আগেও এসব কফির দাম ছিল ৩৯ হাজার থেকে ৪০ হাজার ডং। চাষীরা তাদের মজুদের বেশির ভাগ কফিই বিক্রি করে দিয়েছেন।
এদিকে চলতি বছরের প্রথম চার মাসে দেশটির কফি রফতানি ২৮ দশমিক ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৭ লাখ ৫২ হাজার টনে।