ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে তাইওয়ান

স্টাফ রিপোর্টার

পর্যটনসহ পরিষেবা খাত চাঙ্গায় আগামী সপ্তাহ থেকে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দিচ্ছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশের পর্যটকদের জন্য শুধু এ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। কভিড-১৯ নিয়ন্ত্রণে থাকায় বিধিনিষেধ শিথিল করে পর্যটকদের জন্য এ সুবিধা দিচ্ছে দেশটি।

তাইওয়ানের সেন্ট্রাল এপিডেমিক কমান্ড সেন্টার জানায়, আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের পর্যটকদের এবং কূটনৈতিক মিত্রদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফ্রি কার্যক্রম শুরু হবে।

বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এশিয়ার অন্যান্য দেশের মতো তাইওয়ানও এবার কভিড বিধিনিষেধ শিথিল করল। গত জুন থেকে পর্যটকদের আইসোলেশনের সময় কমিয়ে তিনদিন করে দেশটি। আগে এর মেয়াদ ছিল সাতদিন।

চলতি বছরের শুরু থেকে মহামারীর আগে তাইওয়ান ছিল প্রধানত এশীয় পর্যটকদের জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ওই সময়ে জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেই সবচেয়ে বেশি পর্যটন আসত দেশটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *