ভিয়ারিয়ালের মাঠে রিয়ালের হার

স্টাফ রিপোর্টার

ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্প্যানিশ ফুটবলার ছাড়া শুরুর একাদশ সাজিয়েছিল রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি এখন নিশ্চয়ই অনুতাপে পুড়ছেন।

শনিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে যে ২-১ গোলের হার দেখতে হয়েছে রিয়ালকে। ফলে হাতছাড়া হয়েছে বার্সেলোনাকে ছাড়িয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ।

ঘরের মাঠে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ভিয়ারিয়াল। ম্যাচে মোট ১৭টি শট নেয় তারা, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩ শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল।

প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৪৭ মিনিটে স্প্যানিশ উইঙ্গার ইয়েরমি পিনো ডান পায়ের শট কর্তোয়াকে ফাঁকি দেন।

রিয়াল সমতায় ফেরে ৫৬তম মিনিটে। বক্সের মধ্যে ফয়েথের হাতে বল লাগলে রিয়ালের আবেদনে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে লক্ষ্যভেদ করেন বেনজেমা।

তিন মিনিট পরই পেনাল্টি পায় ভিয়ারিয়ালও। এবার বক্সে ডেভিড আলাবার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। মোরেনো গোল করে ব্যবধান ২-১ করেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই হারের পর ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সোলোনা সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে ভিয়ারিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *