ভিট-গোরি ক্রিম তৈরি হচ্ছে চকবাজারে
রাজধানীর চকবাজারে একটি কারখানায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে র্যাব দেখে, সেখানে ভারতের ভিট হেয়ার রিমুভাল ও পাকিস্তানের গোরি ক্রিম তৈরি হচ্ছে।
বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টায় শুরু এই অভিযান হয়। অভিযানের নেতৃত্ব আছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি বলেন, চকবাজারের দেবিদাস ঘাটের একটি বাড়িতে কারখানা তৈরি করে এসব নকল প্রসাধনী তৈরি করা হচ্ছিলো। এগুলো ব্যবহারের মাধ্যমে মানুষ চর্মসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে। পাশাপাশি এটি একটি প্রতারণা।
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, অভিযান এখনও চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।