ভারত হয়ে পশ্চিমা দেশে যাচ্ছে রুশ জ্বালানি তেল

স্টাফ রিপোর্টার

গত বছর ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার ফলে ইউরোপে তেল বিক্রিতে সাময়িকভাবে কিছুটা হোঁচট খেলেও নতুন বাজার খুঁজে নেয় রাশিয়া। সমুদ্রপথে ভারত ও চীনের কাছে কম মূল্যে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি শুরু করে দেশটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

জাহাজ ট্র্যাকিং ডাটার ওপর ভিত্তি করে ব্লুমবার্গের বিশ্লেষণ থেকে জানা গেছে, সমুদ্রপথে গত আট মাসে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল বিক্রি করেছে রাশিয়া। ২০২২ সালের এপ্রিল থেকে পরবর্তী আট মাসে এ রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল বিক্রি করেছে পুতিনের দেশ। এই দুঃসময়ে রাশিয়ার বড় দুই ক্রেতা ভারত ও চীন। এমনকি দেশ দুটোকে বাজারদরের চেয়ে আরো সস্তায় তেল দিচ্ছে রাশিয়া। কম দামে কেনা সেই ক্রুড অয়েল পরিশোধন করে পশ্চিমা বিশ্বে রফতানি করছে ভারত। ফলে বিশ্ব তেলের বাজারে ভারতের অংশগ্রহণ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ওয়াশিংটনভিত্তিক এক থিংকট্যাঙ্কের মতে, মার্কিন রাজস্ব বিভাগের প্রধান লক্ষ্য দুটি। প্রথমত, বিশ্ববাজারে তেলের জোগান ঠিক রাখা। আর এই খাতে রাশিয়ার আয় কমানো। তারা জানে ভারতীয় ও চীনা পরিশোধকরা বিশেষ ছাড়ে রাশিয়ার তেল কিনে বিপুল অংক লাভ করতে পারে। এটা নিয়ে তাদের (মার্কিন রাজস্ব বিভাগ) কোনো আপত্তিও নেই।

গত মাসে একদিনে নিউইয়র্কে ৮৯ হাজার ব্যারেল গ্যাসোলিন ও ডিজেল রফতানি করেছে ভারত, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ।

সিঙ্গাপুরভিত্তিক আইএনজি গ্রুপের পণ্য কৌশল বিভাগের প্রধান ওয়ারেন পিটারসেন বলেন, ‘ভারত পরিশোধিত পণ্য রফতানিকারক। যার অধিকাংশ পশ্চিমে যায়, যা বর্তমান সংকট কিছুটা কমিয়ে আনে। কিন্তু এটা পরিষ্কার যে এসব পণ্যের অধিকাংশ তারা আমদানি করে রাশিয়া থেকে। রাশিয়ার পণ্য যখন অন্য কোনো স্থান যেমন ভারত থেকে রিফাইন হয়ে আসে, ইইউর নিয়ম অনুযায়ী সেগুলো এই অঞ্চলে পাঠানো যায়। তখন এগুলো রাশিয়ান বা মস্কো থেকে আসা পণ্য বলে গণ্য করা হয় না।’

যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চে ভারতের মোট অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির মাত্র শূন্য দশমিক ২ শতাংশ এসেছিল রাশিয়া থেকে। যুদ্ধ শুরু হওয়ার পর দৃশ্যপট ১৮০ ডিগ্রি পাল্টে যায়।

নভেম্বরে রাশিয়া থেকে ভারত দৈনিক আমদানি করেছে গড়ে ৯ লাখ ৯ হাজার ৪০৩ ব্যারেল। তার আগে অক্টোবরে করেছে ৯ লাখ ৩৫ হাজার ৫৫৬ ব্যারেল। ডিসেম্বরেও রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত। ডিসেম্বরে রাশিয়া থেকে দৈনিক ১২ লাখ ব্যারেল আমদানি করেছে, যা গত নভেম্বরের চেয়ে ২৯ শতাংশের বেশি। মাসখানেক আগে ইরাক ও সৌদি আরবকে হটিয়ে ভারতের বৃহত্তম জ্বালানি তেলের উৎস রাশিয়া। বর্তমানে ভারতের মোট আমদানি করা তেলের প্রায় ৩০ শতাংশই আসছে রাশিয়া থেকে। দিনে দিনে এর পরিমাণ আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ডিসকাউন্ট মূল্যে অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের সুযোগ লুফে নিয়েছেন ভারতীয় রিফাইনাররা। এতে গত মাসে রুশ অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ ক্রেতা হিসেবে চীনকে হটিয়ে শীর্ষে উঠে আসে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *