ভারত সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে চীন
ভারত সীমান্তে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলছে চীন। বিশেষ করে তিব্বত সংলগ্ন এলাকায় নীরবেই সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে দাবি করছে ভারত।
ডোকলামকে কেন্দ্র করে চীন-ভারত অচলাবস্থা কেটে যাওয়ার পরও এমন তৎপরতা জোরদার করা হয়েছে। ভারত সীমান্তের কাছাকাছি অবস্থিত তিব্বতের গোংগা বেসামরিক বিমান বন্দরের উন্নয়ন করছে চীনা সেনাবাহিনী গণমুক্তি ফৌজ বা পিএলএল।
এ ছাড়া, দক্ষিণাঞ্চলীয় তিব্বতের বুড়াং, লাহুনজি এবং তিনগিরিতে বিমান বন্দর নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছে চীন। বেইজিংভিত্তিক একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এ খাতে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয় করা হবে এবং ২০২১ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।
অবশ্য, ভারতের নিরাপত্তা প্রশাসনের সঙ্গে জড়িত একটি সূত্র বলছে, তিব্বতের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে অবহিত আছে নয়াদিল্লি।