ভারত-চীন সীমান্তে গুপ্ত ঘাঁটি কি আছে তাতে
বিশ্বের দুর্গমতম অংশগুলোর মধ্যে একটি হল লাদাখের কংকা লা পাস| ভারত-চীন সীমান্তে অবস্থিত এই গিরিপথ বিস্তৃত হয়েছে হিমালয় পর্বত ভেদ করে| দুই দেশের সীমানায় এই অংশ কার্যত ‘নো ম্যানস ল্যান্ড’| শুধু তাই নয়‚ এখানে নাকি আছে আন্ডারগ্রাউন্ড UFO বেস| খান থেকে নাকি উড়ন্ত চাকতিকে উল্লম্বভাবে উঠতে এবং নামতে দেখেছে ভারত এবং চীন দু’দেশের বাসিন্দারাই|
সমুদ্রতল থেকে প্রায় ১৭ হাজার ফিট উচ্চতায় থাকা কংকা লা পাসের দক্ষিণ পশ্চিম দিক ভারতের অধিকারে আছে| এটি লাদাখের মধ্যে পড়ে| এই গিরিপথের উত্তর পূর্ব দিক রয়েছে চীনের অধিকারে| নাম হল আকসাই চীন| চীনের দাবি অনুযায়ী, এই গিরিপথ ভারতের সঙ্গে তাদের সীমানা| যদিও ভারতের দাবি, আরও পূর্বে লানাক পাস হল চীনের সঙ্গে তাদের সীমানা|
১৯৫৯ সালে কংকা লা পাস অতিক্রম করে লানাক পাসের দিকে অভিযানে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী| তার জেরেই ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সূত্রপাত| যুদ্ধের পরে চুক্তি অনুযায়ী দু’দেশের কেউ এখানে টহল দেয় না| তবে নির্দিষ্ট দূরত্ব থেকে এখানে নজর রাখে|
একে দুর্গম‚ তার উপর পাহারাবিহীন। এই দুই কারণেই নাকি এখানে তৈরি করা হয়েছে গুপ্ত ‘UFO’ ঘাঁটি| ভূবিজ্ঞানীরা বলেন‚ এই গিরিপথে ভূত্বক অত্যন্ত পুরু। সেকারণেও UFO বেস এখানেই তৈরি হয়েছে বলে অনেকের মত| এমনকি‚ অনেকের বিশ্বাস‚ দু দেশের সরকার জানে এখানে এই ঘাঁটি আছে| কিন্তু সাধারণের কাছে তা গোপন রাখা হয়|
কংকা লা পাসে যেতে দেওয়া হয় না পর্যটকদেরও| অনুমতি থাকা সত্ত্বেও মেলে না অনুমতি| নিকটতম যে জনবসতি আছে‚ সেখান থেকে নাকি দেখা গেছে এই গিরিপথে উল্লম্বভাবে ওঠানামা করছে রহস্যময় উড়ন্ত চাকতি| একই দাবি এসেছে সীমান্তের ওপারে চীন থেকেও| এভাবেই রহস্যের আধার হয়ে হিমালয়ের কোলে মুখ গুঁজে আছে দুর্গম কংকা লা পাস।