ভারতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে ভিনফাস্ট

স্টাফ রিপোর্টার

ভারতে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ও ব্যাটারি উৎপাদন খাতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে ভিনফাস্ট। প্রতিষ্ঠাতাকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেয়ার পর সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে ভিয়েনামের গাড়ি নির্মাতা কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া।

চলতি সপ্তাহে ভিনফাস্ট জানিয়েছে, ভারতের তামিলনাডুতে নাসডাক তালিকাভুক্ত কোম্পানির কারখানা তাদের স্থানীয় লক্ষ্য অর্জনে সহায়তা করবে। সেখান থেকে প্রায় ৩০ শতাংশ নতুন ইভি উৎপাদন করা হবে। সম্প্রতি ভিনফাস্টের একজন মুখপাত্র নিক্কেই এশিয়াকে বলেন, ‘‌সাইটটিতে বেশ কয়েকটি উৎপাদন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।’

কোম্পানিটি জানিয়েছে, পাঁচ বছরে ৫০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে উত্তর ভিয়েতনামের সুযোগ-সুবিধার আলোকে এটির উৎপাদন কার্যক্রম শুরু হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা রাজ্যের সঙ্গেও সামঞ্জস্য থাকবে।

ইন্ডিয়া প্লান্টের মুখপাত্র বলেন, ‘‌এখানে প্রকল্পের বিভিন্ন অংশসহ একটি সমন্বিত ইভি সুবিধা হবে।’ সম্ভাব্য ২০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনার সময়সীমা না জানালেও মুখপাত্র বলেন, ‘‌পরিকল্পনাগুলো মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে প্রকাশ করা হবে এবং উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে।’

ভিয়েতনামের সবচেয়ে ধনী বিলিয়নেয়ারের মাধ্যমে চালু হওয়া কোম্পানিটি গত বছরের অক্টোবরে জানিয়েছিল, ভারত ও ইন্দোনেশিয়ায় তারা প্রায় ২০ কোটি ডলারের অ্যাসেম্বল প্লান্ট তৈরির পরিকল্পনা করছে।

তবে সপ্তাহ পেরোতেই ভারতের জন্য দেয়া ঘোষণাটির পরিমাণ বাড়ানোর ইঙ্গিত দেয়। সেখানে বার্ষিক ১ লাখ ৫০ হাজার ইভি উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে বলে জানায় তারা। আর ইন্দোনেশিয়ার কারখানায় ব্যাটারি প্লান্টসহ একটি সমন্বিত কারখানা হবে বলেও জানানো হয়।

চলতি সপ্তাহের শুরুর দিকে কোম্পানিটি জানিয়েছে, ভিনফাস্টের প্রতিষ্ঠাতা ৫৫ বছর বয়সী ফাম নাট ভুওং চেয়ারম্যান থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেছেন। এতে তিনি বিশ্বব্যাপী উৎপাদন, বিক্রয় ও বিপণন কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন। ভিনফাস্টের ব্যবসা আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের জন্য এটিকে উপযুক্ত সময় মনে করছেন কোম্পানিসংশ্লিষ্টরা। নতুন সিইও কোম্পানিটির রিজার্ভ ফাউন্ডার লে থি থু থুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। লে থুই ইভি খাতে বেশ আগে থেকেই পরিচিত মুখ ছিলেন। কারণ খাতটি নিয়ে তিনি সারা বিশ্বের অসংখ্য গণমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন।

ভিনফাস্ট জানিয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারতের বাজার ধরতে ২০২৪ সাল থেকেই উৎপাদনে যেতে চায় তারা। লিঙ্গ সমতা এবং কর্মজীবনে অগ্রগতির ওপর জোর দিয়ে তামিলনাডুতে তিন থেকে সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি। এছাড়া চার্জিং স্টেশনগুলোর জন্য সরকারের সঙ্গে কাজ করতে চায় ভিনফাস্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভিয়েতনামের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ ভিনফাস্টের মূল প্রতিষ্ঠান ভিনগ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন ফাম নাট ভুওং। তিনি কোম্পানিটির নেতৃত্ব দিচ্ছেন। কোম্পানিটি এরইমধ্যে কয়েক ডজন দেশে তাদের ব্যবসা পরিচালনা করে এবং যুক্তরাষ্ট্রের বাজারে তাদের বিক্রি বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *