ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস চালু করবে স্পেসএক্স
স্টাফ রিপোর্টার
সম্প্রতি ভারতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি এরই মধ্যে তাদের স্টারলিংক ব্র্যান্ডের ইন্টারনেট সার্ভিস চালু করতে ভারতের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে। এর আগে ভারতের আরো দুটি প্রতিষ্ঠান এ ধরনের আবেদন করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলোন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স অবশ্য সরকারের কাছে ভারতের স্থানীয় মার্কেটে নির্বিঘ্নে ব্যবসা করা এবং অবতরণের অনুমোদনও চাইবে। এছাড়া প্রতিষ্ঠানটি ভারতে স্থানীয় সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করতে টেলিযোগাযোগ অধিদপ্তরের অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। স্পেসএক্স থেকে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। রয়টার্স