ভারতে প্রবেশ করেছে চীনা সেনা

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে অরুণাচল প্রদেশের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে চীনা সেনা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক অনলাইন প্রতেবদেন অনুযায়ী, চীনা সেনা অরুণাচলের আনজয় জেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতে প্রবেশের জন্য দইমরু নাল্লাহ নামক এলাকায় একটি কাঠের সেতু বানিয়েছে চীনা সেনাবাহিনী। দলের স্থানীয় কর্মীর থেকে পাওয়া এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন বিজেপি সাংসদ তাপির গাও। ভিডিওটি আগস্টের শুরুতে ধারণ করা হয় বলে জানিয়েছে তারা।

বিজেপি দলীয় ওই সাংসদ জানিয়েছেন, এক মাস আগে সেতুটি বানানো হয়েছে। চীনা সেনারাই এটি নির্মাণ করে। তার মতে, অরুণাচল প্রদেশ খুবই স্পর্শকাতর একটি অঞ্চল। এখানকার পার্বত্য অঞ্চলে একাধিক অনুপ্রবেশের পথ রয়েছে। যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সতর্ক হওয়া প্রয়োজন।

বিজেপির ওই সাংসদের দাবি, সেতুটির চারপাশে বুটের দাগ দেখতে পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা এ খবর দেন বলে জানিয়েছেন তিনি। যদি এ খবর সত্যি হয়, তাহলে তা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের বলে জানিয়েছেন ওই বিজেপি সাংসদ৷

ইন্ডিয়া টিভিকে দেয়া এক সাক্ষাতকারে তাপির গাও বলেন, ‘খুব ভালো করে দেখলেই বোঝা যাবে সেতুটি সম্প্রতি নির্মাণ করা হয়েছে। কাঠের হলেও সেটি যথেষ্ট মজবুত। স্থানীয় প্রশাসন তো বটেই, কেন্দ্রের উচিত এই বিষয়ে কড়া ব্যবস্থা নেয়া।’

অরুণাচলের আনজয় জেলার সানগালাম গ্রামটি চীন সীমান্তের খুব কাছেই অবস্থিত। ভারতীয় সেনাবাহিনী ওই এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। চীন সীমান্ত থেকে যার দূরত্ব মাত্র ২০০ কিলোমিটার। ২০১৮ সালের অক্টোবরে চীনা সেনাবাহিনী ওই এলাকা দিয়েই ভারতে অনুপ্রবেশ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *