ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১
ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান ( চিফ অব ডিফেন্স স্টাফ) বিপিন রাওয়াত ছিলেন।
বুধবার (৮ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিধস্ত হেলিকপ্টার থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জীবিত আছেন। নিহতদের পরিচয় এখনও জানায়নি ভারতীয় কর্মকর্তারা।
ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে বিধস্ত হয় হেলিকপ্টারটি। এরপর আগুন ধরে যায় এতে। ঘটনাস্থল থেকে বিপিন রাওয়াতকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী মধুলিকাও ওই হেলিকপ্টারে ছিলেন। মধুলিকার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।