ভারতের ইভিতে ৪০% হিস্যা চায় বিওয়াইডি
পরিবেশ দূষণ ও জ্বালানি তেল আমদানির খরচ কমাতে বৈদ্যুতিক গাড়িতে (ইভি) মনোযোগ বাড়িয়েছে ভারত।এতে মাথাব্যথার কারণ হিসেবে রয়েছে পরিকাঠামোসহ ইভির যথাযথ পরিবেশ তৈরি। গাড়ি শিল্পসংশ্লিষ্টদের আশা, ২০৩০ সালের মধ্যে দুই, তিন ও চার চাকার যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়িবাজারও উল্লেখযোগ্য জায়গায় পৌঁছবে। আর সে কথা মাথায় রেখেই এ দেশে বৈদ্যুতিক যাত্রী গাড়িবাজারের প্রায় ৪০ শতাংশ হিস্যা নিজেদের করে নেয়ার লক্ষ্যমাত্রা চীনভিত্তিক বিওয়াইডির শাখা বিওয়াইডি ইন্ডিয়ার। খবর পিটিআই।
চেন্নাই কারখানায় চীন থেকে আনা যন্ত্রাংশ সংযোজন করে বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে বিওয়াইডি। গত বছর ৭০০টি গাড়ি বিক্রির (একটি মডেল) পর এবার লক্ষ্য ১৫ হাজার। সেজন্য নতুন গাড়ি আনার পরিকল্পনা করেছে তারা। ২০৩০ সালে ভারতের মোট গাড়ি বাজারের ৩০ শতাংশ হবে বৈদ্যুতিক। বিওয়াইডির লক্ষ্য ৪০ শতাংশ বাজারহিস্যা দখল করা। তবে সেজন্য তারা বর্তমান কারখানার সম্প্রসারণ করবেন নাকি নতুন গড়বেন, তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ সংশ্লিষ্টরা।