ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করলো সৌদি

স্টাফ রিপোর্টার

ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে সৌদি আরবে কর্ম ভিসার জন্য আবেদন করতে চাওয়া নাগরিকদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জানা গেছে, সৌদির শ্রমবাজারে ভারতীয়দের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। এরপরও ভারতীয়দের সংখ্যা কমাতে চায় সৌদি সরকার। কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে ভারত থেকে যেসব কর্মী যান, তারা আশানুরূপ প্রশিক্ষিত থাকেন না।

সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।

এই নতুন নিয়ম প্রায় ছয় মাস আগে প্রস্তাবিত হয়েছিল, যার লক্ষ্য ছিল সৌদি আরবের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত ক্ষমতার কথা বিবেচনা করে ভারতীয় কর্মীদের প্রবাহ নিয়ন্ত্রণ করা ও মান নিশ্চিত করা।

এই নিয়ম কার্যকর হওয়ার ফলে সৌদি আরবের শ্রম বাজারে সহজ প্রবেশ, কর্মী ধরে রাখার হার বৃদ্ধি ও নিয়োগ প্রক্রিয়া উন্নত হবে। নিয়োগকর্তাদের পক্ষে কর্মীদের যোগ্যতা ও তথ্য যাচাই করার ওপরও জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে সৌদি আরব বিদেশি নাগরিকদের এক্সিট ও রি-এন্ট্রি ভিসা বাড়ানো এবং ইকামা (আবাসন অনুমতি) নবায়নের নিয়মগুলোও হালনাগাদ করেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ভারতীয়রা দ্বিতীয় বৃহত্তম অভিবাসী সম্প্রদায়। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রায় ২৪ লাখ ভারতীয় কর্মরত, যার মধ্যে ১৬ দশমিক ৪ লাখ বেসরকারি খাতে ও ৭ দশমিক ৮৫ লাখ গৃহস্থালির কাজে নিযুক্ত।

সৌদির শ্রমবাজারে ভারতীয় কর্মীরা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু অভিযোগ রয়েছে, দেশটিতে পর্যাপ্ত টেস্ট সেন্টার নেই। যেখানে তাদের কাজের দক্ষতা পরিমাপ করা যায়।

ভিশন-২০৩০ অনুযায়ী সৌদি তাদের দেশে দক্ষ কর্মী নিয়ে যেতে চায়। এছাড়া নিয়োগের বিষয়টিও উন্নীত করা লক্ষ্য তাদের। যেন ভালো এবং দক্ষরা দেশটিতে কাজ করতে আসার আগ্রহ দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *