ভারতকেই ফাইনালে চায় পাকিস্তান

স্টাফ রিপোর্টার

দুই দেশের মধ্যে যতটা রাজনৈতিক বৈরিতা, ক্রিকেট ঠিক ততটাই যেন রোমাঞ্চ। ভারত-পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা, যুদ্ধ যুদ্ধ ভাব। দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি যদি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয় তবে কেমন হবে?

এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আজ (বৃহস্পতিবার) অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত আর ইংল্যান্ড। এই ম্যাচটাতে জিতলেই ভারত ফাইনাল খেলবে পাকিস্তানের বিপক্ষে। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।

ম্যাচের পরই দলটির উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘আমাদের ছেলেরা চাইছে ভারত ফাইনালে উঠুক। যদি সেটা হয়, তবে পুরো বিশ্বই খেলাটা ভীষণ উপভোগ করবে।’

ম্যাচের পর একইরকম কথা বলেছেন পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেইডেনও। তিনি বলেন, ‘ফ্যান্টাস্টিক। আজকের রাতটি খুব বিশেষ কিছু। আমাদের সামনে দারুণ এক সুযোগ চলে এসেছে।’

কেন ভারতকে মোকাবেলা করতে চান, কারণ জানিয়ে হেইডেন বলেন ‘হারিস (রউফ) ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারে। এটা দেখার জন্যই আমি ফাইনালে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে চাই। আপনি কল্পনাও করতে পারবেন না, এটা এমন একটা ব্যাপার হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *