ব্লকে লেনদেন বেড়েছে
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩১ প্রতিষ্ঠান ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়। এ প্রতিষ্ঠানগুলোর ৮৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ১৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা বেশি। আগের সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয় ৭৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা।
ব্লকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাহজালাল ইসলামী ব্যাংক, রেনেটা, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি), লাফার্জ হোলসিম, মুন্নু সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল, এসকে ট্রিমস, খুলনা পাওয়ার, সিটি ব্যাংক, ড্রাগন সোয়েটার, মুন্নু জুট স্টাফলার্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্যাসিফিক ডেনিমস, জেএমআই সিরিঞ্জ, অ্যাডভেন্ট ফার্মা, ইস্টার্ন কেবলস, এক্সিম ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ইনটেক, অলিম্পিক এক্সেসরিজ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ইফাদ অটোস এবং ইবনে সিনা।
কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ৩০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রেনেটার ১১ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। আর নয় কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের।
এছাড়া ব্র্যাক ব্যাংকের আট কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা, বিএটিবির ছয় কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা, লাফার্জ হোলসিমের চার কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকা, মুন্নু সিরামিকের দুই কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের দুই কোটি চার লাখ ৬০ হাজার টাকা, এসকে ট্রিমসের এক কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা, খুলনা পাওয়ারের এক কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা, সিটি ব্যাংকের এক কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের এক কোটি ১৪ লাখ টাকা এবং মুন্নু জুট স্টাফলার্সের এক কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাকি কোম্পানিগুলোর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে- স্কয়ার ফার্মার ৮৪ লাখ ৯০ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ৬৭ লাখ টাকা, জেএমআই সিরিঞ্জের ৫২ লাখ ১০ হাজার টাকা, অ্যাডভেন্ট ফার্মার ৪৭ লাখ ২০ হাজার টাকা, ইস্টার্ন কেবলসের ৪৪ লাখ ৩০ হাজার টাকা, এক্সিম ব্যাংকের ৩৮ লাখ ৪০ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৮০ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ২৫ লাখ ৪০ হাজার টাকা এবং আল-হাজ্ব টেক্সটাইলের ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এককভাবে ব্লক মার্কেটে ২০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড পাওয়ারের ১৭ লাখ ৫০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ লাখ ৯০ হাজার টাকা, ইনটেকের ১৩ লাখ ৫০ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১০ লাখ ৯০ হাজার টাকা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের নয় লাখ ৮০ হাজার টাকা, ইফাদ অটোসের ছয় লাখ ৯০ হাজার টাকা এবং ইবনে সিনার পাঁচ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।