ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের ব্যবসায় দক্ষতা অর্জনে কর্মশালার আয়োজন করেছে

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে এফ-কমার্সের লক্ষ্যণীয় প্রবৃদ্ধি ও অগণিত নারী উদ্যোক্তার ব্যবসায় শুরুর প্রেক্ষিতে এই কর্মশালার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ও অনলাইন ব্যবসা পরিচালনা ও টিকিয়ে রাখতে সহযোগিতা করতে একর্মশালার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ, ২০২২) ব্র্যাক ব্যাংক এর উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘TARA’ নারী এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

গত ১১ মার্চ, ২০২২ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে “মাস্টার দ্যা ডিজিটাল এন্ট্রপ্রেনিউরিয়াল স্কিল” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় ৭৩ জন উদীয়মান নারীউদ্যোক্তা অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেট প্লেসে প্রবেশ ও আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি সম্পর্কে জ্ঞান এবং ব্যবহারিক তথ্য প্রদান করেন।

বিটনিক ডিজিটালের হেড অব বিজনেস সামির মুহাম্মদ কোরবান ‘ডিজিটাল মার্কেটিং নো-হাউ’ সেশনটি পরিচালনা করেন। এস ম্যানেজারের বিজনেস ডেভেলপমেন্ট লিডআবুল হাসনাত সোহাগ ‘অ্যাক্সেস টু অনলাইন মার্কেটপ্লেস’ এবং ব্র্যাক ব্যাংক এর হেড অব ট্রেড অপারেশন্স কাজী এবিএম বশির ‘অ্যাক্সেস টু ইন্টারন্যাশনাল মার্কেট মেকানিজম’ শীর্ষক সেশনটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে দুইজন সফল উদ্যোক্তাকে ইমেজের স্বত্বাধিকারী রেহানা আক্তার এবং সিক্স ইয়ার্ডস স্টোরির প্রতিষ্ঠাতা জেরিন তাসনিম খান তাদের ব্যবসার সাফল্যের গল্প বর্ণনা করেন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ব্র্যাকব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানে তিনি বলেন, “কার্যকরভাবে ব্যবসা পরিচালনায় সহায়তার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ‘TARA’ সব সময় নারী উদ্যোক্তাদের জন্য সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে থাকে। ক্রমপরিবর্তনশীল ব্যবসায়িক পরিমন্ডলও এফ-কমার্সের উত্থানের পরিপ্রেক্ষিতে সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা এবং সঠিক ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। আমরা মনে করি, এই কর্মশালাটি নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় দক্ষতা প্রদান করবে, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করবে।”

তিনি আরও বলেন, “এই বিশেষ প্রশিক্ষণটি সময়োপযোগী কারণ, এফ-কমার্সের বাজার প্রতিনিয়ত বাড়ছে এবং এতে নারী উদ্যোক্তাদের সফল হবার অপার সম্ভাবনা আছে। ব্র্যাক ব্যাংক এর ‘TARA’ সব সময় উদীয়মান উদ্যোক্তাদের ব্যবসায়িক ক্ষেত্রে পারদর্শী হতে সাহায্য করবে। এছাড়া উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও নেটওয়ার্কিং কার্যক্রমের অংশ হিসেবেও এই ধরনের উদ্যোগ চালিয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *