ব্র্যাক ব্যাংক ও সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট’র সার্ভিস চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড ‘সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’ পরিচালনার জন্য সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টকে কাস্টোডিয়াল সার্ভিস প্রদান করবে। বুধবার (২৭ এপ্রিল ২০২২) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

গত ১৯ এপ্রিল ২০২২ এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মীর আরিফুল ইসলাম ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম,  সিনিয়র ম্যানেজার খান মোহাস্মদ ফয়সল, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার মো. আজমল হাসান জাহিদ এবং সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মো. তানভীর ইসলামও সিনিয়র অফিসার আভিক পোদ্দার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *