ব্রাজিলে কফি উৎপাদনে প্রবৃদ্ধির পূর্বাভাস
চলতি বছর ব্রাজিলের কফি উৎপাদন খাতে বড় ধরনের প্রবৃদ্ধির দেখা মিলতে পারে। বছর শেষে দেশটিতে পানীয় পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছতে পারে। ব্রাজিলের কফি খাতের রাষ্ট্রায়ত্ত সংগঠন কোনাবের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ব্রাজিল বিশ্বের শীর্ষ কফি উৎপাদনকারী ও রফতানিকারক দেশ। পানীয় পণ্যটির বৈশ্বিক চাহিদার এক-তৃতীয়াংশ জোগান দেয় দেশটি। বিশেষত অ্যারাবিকা কফি উৎপাদন ও রফতানির জন্য ব্রাজিলের খ্যাতি বিশ্বজোড়া। কোনাবের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল শেষে ব্রাজিলে সব মিলিয়ে ৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।
দেশটির ইতিহাসে এটাই কফি উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড হবে। মূলত অনুকূল আবহাওয়া ও কফি উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার চলতি বছর ব্রাজিলের কফি খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছে সংগঠনটি।