ব্যাটারি ব্যবসা কিনতে আলোচনায় টাটা কেমিক্যালস
লন্ডনভিত্তিক জনসন ম্যাথির ব্যাটারি ব্যবসা কিনতে চায় টাটা কেমিক্যালস লিমিটেড। এ লক্ষ্যে ভারতীয় প্রতিষ্ঠানটি জনসন ম্যাথির সঙ্গে আলোচনা করছে। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই সূত্র এ তথ্য জানিয়েছে। খবর দ্য প্রিন্ট।
একটি সূত্র জানিয়েছে, জনসন ম্যাথির ব্যাটারি ইউনিট কেনার চুক্তিমূল্য হতে পারে ৫০-৭০ কোটি ডলার। কোম্পানিটি ব্যাটারি ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর আলোচনা শুরু হয়েছে। এ অধিগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে টাটা কেমিক্যালস।
এ মাসের শুরুর দিকে জনসন ম্যাথি জানিয়েছিল, কোম্পানিটি ব্যাটারি সামগ্রীর ব্যবসা থেকে বেরিয়ে আসবে। পরিবর্তে সংস্থাটি দূষণ প্রতিরোধী ব্যবসায় মনোযোগ দিচ্ছে। দূষণ কমানো ক্যাটালিক কনভার্টার প্রস্তুতকারী সংস্থাটি ইএলএনও ক্যাথোড তৈরিতে লাখ লাখ ডলার বিনিয়োগ করেছে। এটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির একটি গুরত্বপূর্ণ উপাদান, যা কোবাল্টের খরচ কমিয়ে দেবে। তবে তীব্র প্রতিযোগিতার কথা বলে নভেম্বরের শুরুতে প্রকল্পটি বন্ধ করে দেয় জনসন ম্যাথি।