ব্যাটারি প্লেট তৈরির কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে বেপজার চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাটারি প্লেট তৈরির কারখানা স্থাপন করবে চীনা মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেড। এ উপলক্ষে গতকাল প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাইয়ের এমডি লেইমিং জিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *