ব্যাংক-পুঁজিবাজারে বৈদেশিক পরিসেবার বিল পরিশোধে শিথিলতা

স্টাফ রিপোর্টার

দেশের ব্যাংকিং ও পুঁজিবাজারে বৈদেশিক পরিসেবা ফি বাবদ পাওনা পরিশোধে শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন), রয়র্টাস মনটির, ব্লুমর্বাগ, ব্যাংর্কাস অ্যালম্যানাক প্রভৃতি প্রতিষ্ঠান এবং সংস্থার পরিসেবার জন্য বিল পরিশোধে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।

এর আগে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এসব পাওনা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সেবা পাওয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব পরিসেবার বিল পরিশোধের সীমাবদ্ধতা তুলে দেওয়ায় বিল পরিশোধে আর দীর্ঘসূত্রিতা থাকবে না। আন্তর্জাতিক লেনদেনের জন্য প্রয়োজনীয় পরিসেবাগুলো গ্রাহক-সম্পর্কের ভিত্তিতে করায় উভয়পক্ষে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

নির্দেশনা মতে, ব্যাংকের আন্তর্জাতিক লেনদের জন্য অনুমতি প্রাপ্ত কার্ডধারী ভ্রমণকারীরা প্রতি ক্যালেন্ডার বছরে লাউঞ্জ ভিজিট ফি বাবদ সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে পারবেন। এক্ষেত্রে ব্রোকারের ফার্ম, মার্চেন্ট ব্যাংক, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রভৃতি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জে কমিশনের সনদপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি পাচার বা সন্দেহজনক লেনদেন প্রতিরোধে বৈদেশিক পরিসেবার বিল পরিশোধের ইনভয়েস এবং এসব বিল পরিশোধে কর, ভ্যাটের নথিপত্র যাচাই করার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *