বোয়িং ৭৩৭ ম্যাক্স অনুমোদন দিয়েছে চীন
স্টাফ রিপোর্টার
বেশ কয়েকটি নিরাপত্তা পরীক্ষা শেষে বোয়িং ৭৩৭ ম্যাক্স পরিচালনার অনুমতি দিয়েছে চীনের এভিয়েশন কর্তৃপক্ষ। চীনের বেসামরিক বিমান প্রশাসন (সিএএসি) সম্প্রতি এক নির্দেশনায় জানায়, মার্কিন উড়োজাহাজ নির্মাতা সংস্থাটির মডেলটি উড্ডয়নযোগ্য। আগামী বছর থেকে উড়োজাহাজ সংস্থাগুলো মডেলটি তাদের ফ্লাইটে যুক্ত করতে পারবে। চীনের এ অনুমোদনে বোয়িংয়ের শেয়ারদরে চাঙ্গাভাব দেখা গেছে। এছাড়া চীনের উড়োজাহাজ সংস্থাগুলোর কাছে শতাধিক ৭৩৭ ম্যাক্স ডেলিভারির পথ উন্মুক্ত হয়েছে। —ব্যাংকক পোস্ট