বৈশ্বিক ব্ল্যাক টি উৎপাদন বেড়েছে

চীন ও ভারতসহ এশিয়ার ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোয় চায়ের চাহিদা দ্রুত বাড়ছে। বাড়তি চাহিদা পূরণের জন্য পানীয় পণ্যটির উৎপাদন বাড়াতে মনোযোগ দিয়েছে চা উৎপাদনকারী দেশগুলো।

এ ধারাবাহিকতায় ২০১৮ সালে বৈশ্বিক ব্ল্যাক টি উৎপাদন আগের বছরের তুলনায় ৩ শতাংশের বেশি বেড়ে ২১০ কোটি কেজি ছাড়িয়ে গেছে। একই সঙ্গে পরবর্তী এক দশকে পানীয় পণ্যটির বৈশ্বিক উৎপাদন বছরে ২ দশমিক ২ শতাংশ হারে বাড়তে পারে। গ্লোবাল টি ডাইজেস্ট-২০১৮ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিজনেস লাইন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বিশ্বব্যাপী সব মিলিয়ে ২০৩ কোটি ৮৭ লাখ ৬০ হাজার কেজি ব্ল্যাক টি উৎপাদন হয়েছিল। বিদায়ী বছরে পানীয় পণ্যটির সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ২১০ কোটি ২৭ লাখ ৯০ হাজার কেজিতে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ১৪ শতাংশ বেশি।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্ল্যাক টির বৈশ্বিক উৎপাদন বেড়েছে ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার কেজি। এ সময় ভারত ও শ্রীলংকায় পানীয় পণ্যটির উৎপাদনে চাঙ্গাভাব বজায় ছিল। তবে কেনিয়ায় ব্ল্যাক টির উৎপাদন সবচেয়ে বেশি বেড়েছে।

এদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ইন্টারগভর্নমেন্টাল গ্রুপ অন টি প্রণীত প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সাল নাগাদ ব্ল্যাক টির সম্মিলিত বৈশ্বিক উৎপাদন দাঁড়াতে পারে ৪৪ লাখ টনে। আগামী এক দশকে পণ্যটির উৎপাদন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে বছরে ২ দশমিক ২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *